বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এবার পয়লা বৈশাখে গণভবনে বাংলা নববর্ষের অনুষ্ঠানে ইলিশ মাছ রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজননের জন্য শিকার নিষিদ্ধ সময় পয়লা বৈশাখের খাদ্য তালিকায় ইলিশ বর্জনের চলমান সামাজিক আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী এ ঘোষণা দিলেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদযাপনের দিন অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৩-এর খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।’ প্রতি বছর পয়লা বৈশাখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইলিশ মাছের বিভিন্ন আইটেম দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়ে থাকে। সকালে থাকে পান্তা-ইলিশ। দুপুরে ইলিশ-খিচুড়ি। কিন্তু এই সময়টাতেই ইলিশের ডিম ছাড়ার মৌসুম। ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার সাধারণত নিষিদ্ধ থাকে। তাই এবার মা ইলিশ ও জাটকা রক্ষার অংশ হিসেবে পয়লা বৈশাখ ইলিশ বর্জনের সামাজিক আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বেশ কিছু স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে ইলিশ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ইলিশের আইটেম না রাখার কথা বলা হলো।

সর্বশেষ খবর