শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

হেলে পড়া তিন ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তদন্ত কমিটি অতি ঝুঁকিপূর্ণ তিনটি ভবন চিহ্নিত করেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে আরও ছয়টি ভবন। এরই মধ্যে অতি ঝুঁকিপূর্ণ তিন ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অতি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়া ভবন তিনটি হলো নিউ মার্কেট এলাকার আলমাস ভবন, ওয়াসা এলাকার একটি ভবন ও চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের আট নম্বর রোডের সিঁড়ির নিকেতন নামে একটি ভবন। বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-প্রধান পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান বলেন, ‘শনাক্ত করা ভবনগুলোর বাসিন্দাদের ভবন ত্যাগ করার কথা জানানো হয়েছে। এ ছাড়া এসব ভবনের মালিকদের রবিবারের (আগামীকাল) মধ্যে ভবন তৈরি সংক্রান্ত সব কাগজপত্র সিডিএতে জমা দিতে বলা হয়েছে। পরে বিশেষজ্ঞ দিয়ে ওইসব কাগজপত্র ও হেলে পড়া ভবনসমূহ পরীক্ষা করানো হবে।’ প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বন্দরনগরী চট্টগ্রামসহ সারা দেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের উত্পত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে। ভূমিকম্পে গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার। আনুমানিক স্থায়িত্বকাল ছিল ১ মিনিটের মতো।

সর্বশেষ খবর