শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মমতাকে শোকজ

কলকাতা প্রতিনিধি

মমতাকে শোকজ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কারণ দর্শাও’ নোটিস পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নোটিসে বলা হয়, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না— তা ব্যাখ্যা করুন।’ নির্বাচনী প্রচারণায় গিয়ে আসানসোলের একটি সভায় বক্তৃতাকালে মমতা বলেছেন, নির্বাচনে জিতে তার দল আবার ক্ষমতায় গেলে আসানসোলকে পৃথক জেলা ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানতে পেরেছি যে তিনি (মমতা) আসানসোলকে একটি পৃথক জেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অন্যান্য সুযোগ-সুবিধার কথা বলেছেন। এ ধরনের ওয়াদা করা নির্বাচনবিধির পরিপন্থী। তাই তাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে।’ এদিকে কমিশনের শোকজের কথা কানে যেতেই বৃহস্পতিবার সিউড়ির এক প্রচারণা থেকে কমিশনকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। কমিশনকে আঙুল উঁচিয়ে মমতা বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। বেশ করেছি বলেছি। আবার বলব, হাজারবার বলব, লাখোবার বলব। তোমাদের ক্ষমতা থাকলে যা ইচ্ছা কর।’ তবে শোকজের পর নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জবাব দিতে হয়। মমতার ক্ষেত্রেও প্রযোজ্য সেই একই নিয়ম। এ ক্ষেত্রে মমতার পাল্টা জবাব কী হয়, তা নিয়েই চলছে জোর জল্পনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর