শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনী এলাকায় গণগ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী এলাকায় গণগ্রেফতার

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এলাকায় গণগ্রেফতার চলছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তৃতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিএনপি প্রার্থী, এজেন্ট ও সমর্থকরা যেন ভোটকেন্দ্রে না যায়, সে জন্য বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে আওয়ামী সন্ত্রাসী ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। চলছে গণগ্রেফতার। কেন্দ্রে গেলে লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘গোটা জাতির দম বন্ধ করে বর্তমান ভোটারবিহীন সরকার এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেছে। জাতির মধ্যে এক ভয়ঙ্কর অমানিশা তৈরি করেছে। এরপরও এ সরকারকে আর দম ফেলার পরামর্শ দিলে জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘সাবেক গভর্নর ফরাসউদ্দিন নিঃসন্দেহে একজন গুণী ব্যক্তি। তিনি সরকারের একজন শুভাকাঙ্ক্ষী। এই সরকারকে দম ফেলার আরও সময় দিলে আর কত লাশ ফেলবে, আর কত মায়ের কোল খালি হবে, সামনের নির্বাচনগুলোতে লোপাট হবে— এটি মনে হয় মোহাম্মদ ফরাসউদ্দিনরা জানেন না।’

সর্বশেষ খবর