রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জয়জয়কার আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

দখল-বর্জন আর ছিনতাইয়ের ভোট তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়জয়কার। গতকাল সারা দেশে ৬১৪টি ইউপিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি, জাসদসহ ১৪ দলের প্রার্থীরা। বেসরকারিভাবে ৫৮৭টি প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩৮৪টি, বিএনপি ৫৭টি, জাতীয় পার্টি ১৮টি এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১২৮টিতে। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ২৫টি ইউপিতে বিজয়ী হন। দুই ইউপিতে নির্বাচন স্থগিত রয়েছে। তবে স্বতন্ত্র বিজয়ীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী ছাড়াও জামায়াত সমর্থক প্রার্থীও রয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— কুমিল্লা : জেলার মোট ১৮ ইউনিয়ন পরিষদের সবগুলোতেই আওয়ামী লীগ, দিনাজপুর : জেলার মোট ৬ ইউপির ৫টিতে আওয়ামী লীগ বিএনপি একটিতে, রংপুর : মোট ৭ ইউনিয়নের ৭টিতেই আওয়ামী লীগ প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া : জেলার মোট ৩১ ইউপির আওয়ামী লীগ ১৯টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪টি, বিএনপি ৪টি, বিএনপির বিদ্রোহী প্রার্থী একটি, জাতীয় পার্টি ৩টিতে জয়ী হয়েছেন।  বান্দরবান : জেলার ২৫টির মধ্যে ২৪টি ইউপির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ ২১টি, বিএনপি ২টি এবং স্বতন্ত্র প্রার্থী ২টিতে জয়ী হয়েছে। একটিতে নির্বাচন স্থগিত রয়েছে। নোয়াখালী : জেলার ৯টি ইউনিয়নের ৯টিতেই আওয়ামী লীগ, চাঁদপুর : জেলার ২৪টির মধ্যে ২০টিতে আওয়ামী লীগ, একটি আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি ২টিতে ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী, চট্টগ্রাম : জেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ ৭টি, বিএনপি একটি ও স্বতন্ত্র ২টিতে, কক্সবাজার : জেলার চকরিয়া উপজেলায় আওয়ামী লীগের ৬জন, বিএনপির দুইজন, জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র তিনজন নির্বাচিত হয়েছেন। গাজীপুর : ২০ ইউপি মধ্যে ১৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী), মানিকগঞ্জ : ১৩টির মধ্যে ৩টি আওয়ামী লীগ, ৫টি বিএনপি ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী, গোপালগঞ্জ : ১২ ইউপির মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, ২টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ফরিদপুর : ৮ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৫টিতে, বিএনপি ২টিতে স্বতন্ত্র একটিতে, শরীয়তপুর : ১৪ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৭টি ও স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ৭টিতে, টাঙ্গাইল : ৭ ইউপির মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী)। কিশোরগঞ্জ : নিকলী উপজেলার ৭ ইউপির মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, ৩টিতে স্বতন্ত্র (২টি আওয়ামী লীগ বিদ্রোহী), মুন্সীগঞ্জ : লৌহজং উপজেলার ১০ ইউপিতে আওয়ামী লীগ  ও মগুরা : শ্রীপুর উপজেলার ৭ ইউপির মধ্যে ৭টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নারয়ণগঞ্জ : রূপগঞ্জে ৪ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৩টি, বিএনপি একটি ও সদরের ৩ ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ২টিতে, মেহেরপুর : সদরের ৪ ইউপির মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউপির মধ্যে আওয়ামী লীগের ৫, বিএনপির ১, রাজবাড়ী : বালিয়াকান্দি উপজেলার ৬ ইউপির মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র এবং গোয়ালন্দের ২ ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৯টি ইউপির মধ্যে ৮টির ৩টিতে আওয়ামী লীগ, ৫টিতে বিএনপি, তানোর উপজেলায় ৭টি ইউপির সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থী, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, স্বতন্ত্র ৪টি ও একটিতে বিএনপি প্রার্থী, ধুনট উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নাটোর : নাটোর সদর উপজেলার ৭টি ইউপির সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৩টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রাত ১টা পর্যন্ত ১১টির ফল পাওয়া গেছে। ফলাফলে ৭টি আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র ও একটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন। নাচোল উপজেলায় ৩টি ইউপিতে নির্বাচন হয়েছে। এতে ২টিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। খাগড়াছড়ি : জেলার ৮টি উপজেলার মোট ৩২টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা ১৭টিতে ও স্বতন্ত্র প্রার্থীরা ১৫টিতে জয়লাভ করেছেন। জয়পুরহাট : জেলার পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও দুইটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর, তাড়াশ, বেলকুচি, কামারখন্দ, চৌহালি উপজেলার মোট ২২টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফলে ১৭টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। লক্ষ্মীপুর : রায়পুর ও রামগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফলে ৭টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। একটি ইউপির দুই কেন্দ্রে ভোট স্থগিত করায় ফলাফল স্থগিত করা হয়েছে। পাবনা : জেলার চাটমোহর উপজেলার ৫টি ইউনিয়নের সবকটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। ঠাকুরগাঁও : জেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, জাতীয় পার্টি ২টিতে, স্বতন্ত্র ৩টিতে (আওয়ামী লীগের বিদ্রোহী), ঝিনাইদহ : জেলার কালীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৭টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী, মৌলভীবাজার : জেলার কুলাউড়া ইউনিয়নের ৭টির মধ্যে ২টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি, ২টিতে বিএনপির বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী, সিলেট : জেলার জৈন্তা ও কানাইঘাটের ১৫টির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি, ২টিতে বিএনপির বিদ্রোহী, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। কুড়িগ্রাম : জেলার নাগেশ্বরীতে ১৪টির মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ৫টি, বিএনপি ১ ও ৪জন বিদ্রোহী প্রার্থী, গাইবান্ধা :  সদর উপজেলার ৭টির মধ্যে আওয়ামী লীগ ২, বিএনপি ১, জাসদ ১, আওয়ামী লীগের বিদ্রোহী ১ ও স্বতন্ত্র ২ জন, নড়াইল : জেলার ৭টির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। জামালপুর : জেলার ইসলামপুরে ৪টির মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ, নেত্রকোনা : জেলার ২০টির মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি, ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ১টিতে বিএনপির বিদ্রোহী বিজয়ী হয়েছেন। শেরপুর : সদর উপজেলার ৬টির মধ্যে ২টি আওয়ামী লীগ, ১টিতে জাতীয় পার্টি, ৩টিতে স্বতন্ত্র, নীলফামারী : সদরে ৫টির মধ্যে আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ৩ প্রার্থী, কুষ্টিয়া : জেলার খোকসা উপজেলার ৯টিতে ৯টিই আওয়ামী লীগ, কুড়িগ্রাম : জেলার নাগেশ্বরী উপজেলায় আওয়ামী লীগ ৪জন, জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকে ৫জন, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে একজন ও বিদ্রোহী প্রার্থী ৪জন, লালমনিরহাট : জেলার কালিগঞ্জ উপজেলার ৮টির মধ্যে আওয়ামী লীগ ৬টি, বিএনপি ১টি, আওয়ামী লীগের বিদ্রোহী ১টি, হবিগঞ্জ : জেলা বানিয়াচং উপজেলার ১৩টির মধ্যে আওয়ামী লীগ ৮টি, বিএনপি ৩টি, স্বতন্ত্র ২টি জয়ী হয়েছেন।  সুনামগঞ্জ : জেলার তিনটি উপজেলার মধ্যে ২৬টি ইউনিয়নের মধ্যে ৭টি আওয়ামী লীগ, ৪টি আওয়ামী লীগের বিদ্রোহী, ৭টি বিএনপি, বিএনপির বিদ্রোহী ৪টি, স্বতন্ত্র ২, জাতীয় পার্টি ১, জমিয়েত একজন করে বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ : জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টির মধ্যে আওয়ামী লীগ ৮টি, আওয়ামী লীগের বিদ্রোহী ২টি, জাতীয় পার্টি একটি। নান্দাইলে ১১টির মধ্যে আওয়ামী লীগ ৭টি, আওয়ামী লীগের বিদ্রোহী ২টি, বিএনপি ১, স্বতন্ত্র এক প্রার্থী জয়ী হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর