রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
সরেজমিন কাপাসিয়া

জালভোটের মহোৎসব কেন্দ্রে কেন্দ্রে

জালভোটের মহোৎসব কেন্দ্রে কেন্দ্রে

লক্ষ্মীপুরের রামগঞ্জের হোছনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল —বাংলাদেশ প্রতিদিন

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে চলে প্রক্সি ও জাল ভোটের উৎসব। দেখেও না দেখার ভান করেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসাররা। কোনো কোনো কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের   জিম্মি করে চেয়ারম্যান প্রার্থীর লোকদের ব্যালটে সিল মারতেও দেখা যায়। ভোট কেন্দ্রের বাইরের পরিবেশ ভালো থাকলেও ভিতরে ছিল ভিন্ন চিত্র। বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তত্পরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল বেলা ২টার দিকে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে সাধারণ ভোটারের জটলা দেখা যায়। এ সময় ব্যালটে সিল মারার গোপন বুথে দু-তিনজনের মধ্যে কথা কাটাকাটির শব্দ শোনা যায়। একটু এগিয়ে গিয়ে দেখা যায়, নাসিমা নামের এক মহিলা ভোটারের হাত থেকে ব্যালট টেনে নেওয়ার চেষ্টা করছেন দুজন। ওই মহিলা ভোটার বলছেন, আমার ভোট আমি দেব। আপনারা ব্যালট টেনে নিচ্ছেন কেন। উত্তরে মাসুম নামে এক ব্যক্তি বলছেন, চেয়ারম্যানের ভোট দিতে হবে না। এটায় আমরা সিল মারব। একই ভবনের আরেকটি কক্ষে পুরুষ ভোটারের বুথ রয়েছে। ওই কক্ষে ৭-৮ জন যুবলীগ নেতা ভোটারদের জোর করে প্রকাশ্যে সিল মারান। শুধু তাই নয়, স্কুল শিশুদের যার যার মতো ব্যালটে সিল মারতে দেখা যায়। পাশের মাটির একটি লম্বা কক্ষে আরও ভয়াবহ চিত্র। গাদাগাদি অবস্থায় ভোট দিচ্ছেন ভোটাররা। এ সময় ৮-৯ জনের একটি দল নিজেদের মতো করে ব্যালট পেপার কর্মীদের দিচ্ছে। এখানে প্রিসাইডিং অফিসার একটি কক্ষে একাকী বসে আছেন। কক্ষের বাইরে দরজা আটকানো। জানতে চাইলে প্রিসাইডিং অফিসার জামাল উদ্দিন বলেন, এতক্ষণ ভালো পরিবেশ ছিল। কিন্তু হঠাৎ করে কেন যে পরিবেশ অশান্ত হলো বুঝতে পারছি না। তিনি বলেন, আমি একা কী করব। পুলিশকে বলেও কোনো কাজ হয়নি। দায়িত্বরত এসআই তাহের বলেন, প্রিসাইডিং অফিসার লিখিতভাবে বললে আমরা ব্যবস্থা নিতে পারি। ঘণ্টাখানেক পরে স্টাইকিং ফোর্স এসে বাইরে ধাওয়া দিলে অবশ্য বাইরের পরিবেশ শান্ত হয়। কিন্তু ভিতরে ওই অবস্থা থেকে যায়। অন্যদিকে দুর্গাপুর ইউনিয়নের ডোয়াইপাখরি, চাপাত, রানীগঞ্জ কেন্দ্রেও একই অবস্থা দেখা যায়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৫৮৫। এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৮৪৩ এবং মহিলা ১ লাখ ২৮ হাজার ৭৪২ ভোট। ভোট কেন্দ্র সংখ্যা ১১৭। চেয়ারম্যান প্রার্থী ৫৩ জন। পুরুষ মেম্বার প্রার্থী ৪১০ ও মহিলা মেম্বার প্রার্থী ১০৯ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১১ জন, বিএনপির ১১ জন ও জাতীয় পার্টি ৭ জন চেয়ারম্যান প্রার্থী।

সর্বশেষ খবর