বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভের অর্থ দ্রুত ফেরতের আশ্বাস

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ যত দ্রুত সম্ভব ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে ফিলিপাইনের দ্য ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) বা বিচার মন্ত্রণালয়। দেশটির অস্থায়ী বিচারমন্ত্রী ইমানুয়েল কাপারাসের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের সাক্ষাতের পর কাপারাস এ আশ্বাস দেন। তবে অর্থ ফেরত পাঠানোর ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি। গতকাল ফিলিপাইনের ‘ইনকোয়ারার’ পত্রিকার অনলাইন খরবে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটিকে অস্থায়ী বিচারমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রদূত ওই অর্থ যত দ্রুত সম্ভব ফেরত পাঠানো নিশ্চিত করতে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা তাকে আশ্বস্ত করেছি যে, সেই প্রক্রিয়াই চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা ওই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করব।’ এর আগে অর্থ ফেরত প্রসঙ্গে দেশটির ইউনিভার্সিটি অব দি ইস্টের (ইউই) আইন বিভাগের সাবেক ডিন আমাদো ভালদেস সম্প্রতি বলেছিলেন, ‘আমি মনে করি, বিষয়টিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা উচিত। যদি বাংলাদেশ ছাড়া ওই অর্থের অন্য কোনো দাবিদার না থাকে, তাহলে সংক্ষিপ্ত প্রক্রিয়া শেষেই হস্তান্তর সম্ভব।’ ভালদেস বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে তা ভবিষ্যতের সমস্যা সমাধানেও কাজে দেবে।’

সর্বশেষ খবর