রবিবার, ১ মে, ২০১৬ ০০:০০ টা

বদলির তদবিরে নাহিদের ‘না’

নিজস্ব প্রতিবেদক

বদলির তদবিরে নাহিদের ‘না’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অনেক শিক্ষক ক্ষমতাবান লোক দিয়ে বদলির সুপারিশ নিয়ে আসেন। এটা অন্যায়। এমন সুপারিশ আনলে তা নেতিবাচক হিসেবে গণ্য হবে।’ গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অধ্যক্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। সম্মেলনে সারা দেশের সরকারি কলেজ ও মাদ্রাসার ৩৩০ জন অধ্যক্ষ অংশ নেন। নাহিদ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকাই অগ্রগণ্য। শিক্ষকরাই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’ সরকারি কলেজশিক্ষকদের বদলির ক্ষেত্রে তদবিরের কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ কাজে যত লোক আসেন, তাদের ১০০ জনের মধ্যে ৮০ জনই ঢাকায় থাকতে চান। অথচ সরকার যেখানে দেয় সেখানেই যাওয়ার নিয়ম।’ তিনি বলেন, ‘এখন থেকে বদলির জন্য অনলাইনে আবেদন করতে হবে।’ কলেজের অধ্যক্ষদের শিক্ষক হিসেবে ভালো হওয়ার পাশাপাশি পরিচালক হিসেবে দক্ষ হওয়ার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। যেসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয় সেগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ না বলার আহ্বানও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই। অনেকে আনন্দের জন্য এটা বলেন। কিন্তু এটা অফিশিয়াল কোনো নাম নয়।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে শিক্ষা সচিব সোহরাব হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ খবর