রবিবার, ১ মে, ২০১৬ ০০:০০ টা

ফের বাজিমাত সালাউদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক

ফের বাজিমাত সালাউদ্দিনের

সব জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে ফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এ নিয়ে টানা তৃতীয়বার বাফুফের সভাপতি হলেন বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি ফুটবলার। নির্বাচিত হতে তিনি ভোট পেয়েছেন ৮৩টি এবং প্রতিপক্ষ কামরুল আশরাফ খান পেয়েছেন ৫০ ভোট। ১৩৪ ভোটের একটি বাতিল হয়েছে। সালাউদ্দিন এর আগে ২০০৮-১২ এবং ২০১২-১৬ দুই মেয়াদে সভাপতি ছিলেন বাফুফের। এবারই সালাউদ্দিনের শেষ মেয়াদকাল। বাফুফের ইতিহাসে এবারের মতো আগের নির্বাচনগুলো কখনোই আলোড়ন তুলতে পারেননি। এতটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। নির্বাচনে এবার সরাসরি দুটি পক্ষ লড়েছে। সালাউদ্দিনের নেতৃত্বে ‘সম্মিলিত পরিষদ’ এবং কামরুল আশরাফের নেতৃত্বে ‘বাঁচাও ফুটবল পরিষদ’ নির্বাচন করেছে। নির্বাচন তদারকি করতে উপস্থিত ছিলেন ফিফা ও এএফসির পরিদর্শক। ভোটের আগে সকালে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভোট শুরু হয় দুপুর ২টায়। সময় ৫টা পর্যন্ত থাকলেও ভোট শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। সোয়া ৫টায় প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনকে জয়ী ঘোষণা করেন।

সর্বশেষ খবর