শিরোনাম
মঙ্গলবার, ৩ মে, ২০১৬ ০০:০০ টা

সরকার আন্তরিক নয় খুনিদের ধরতে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সরকার আন্তরিক নয় খুনিদের ধরতে

ড. জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, খুনিদের ধরতে সরকার আন্তরিক নয়। এভাবে একটি দেশ চলতে পারে না। আগে ব্লগার, লেখক ইত্যাদি বলে মানুষ খুন করত, এখন একজন শিক্ষক, যিনি কিনা সংস্কৃতিমনা, সেতার বাজাতেন, তাকেও হত্যা করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগে ক্লাস হয়নি। তবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিবুল আলমের সঞ্চালনায় সমিতির সভাপতি ড. সৈয়দ সামসুল আলম বলেন, প্রতিনিয়ত মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। বিচারহীনতা জঙ্গিগোষ্ঠীকে উসকে দিচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ জ্ঞান আহরণ করতেই ভয় পাবে।

সর্বশেষ খবর