মঙ্গলবার, ৩ মে, ২০১৬ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক নিয়ে পুনঃশুনানি প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক নিয়ে পুনঃশুনানি প্রয়োজন

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পুনঃশুনানি দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল আইনজীবী সমিতির নিজ কার্যালয়ে তিনি বলেন, অবসরে যাওয়ার পর সাবেক দুই বিচারপতির লেখা ১৬৮টি মামলার যদি পুনরায় শুনানি হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মামলারও পুনঃশুনানি করা উচিত। সিনিয়র এ আইনজীবী বলেন, সাবেক দুই বিচারপতির লেখা ১৬৮টি মামলা এরই মধ্যে পুনঃশুনানির জন্য প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। এটি যদি আদালতের সিদ্ধান্ত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মামলাটি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার প্রায় ১৬ মাস পর রায় লিখে স্বাক্ষর করেন। এতে করে এ মামলাটিও পুনঃশুনানির দাবি রাখে। তাই প্রধান বিচারপতির কাছে দাবি, এ মামলাটিও পুনঃশুনানির জন্য কার্যতালিকায় আনা হোক। তিনি বলেন, আশা করছি বর্তমান প্রধান বিচারপতি এ ব্যাপারে সুস্পষ্ট মতামত দেবেন।

সর্বশেষ খবর