বুধবার, ৪ মে, ২০১৬ ০০:০০ টা

মার্কিন শিল্পোদ্যোক্তাদের সাড়া আশাব্যঞ্জক : আমু

প্রতিদিন ডেস্ক

সপ্তাহের অধিক সময় যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার রাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য সুখবর নিয়ে। বস্টন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের শিল্পোদ্যোক্তা, বিনিয়োগে আগ্রহী, ব্যবসা-বাণিজ্য নিয়ে গবেষণারতদের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী। এসব বৈঠকে খুবই আশাব্যঞ্জক সাড়া পেয়েছেন বলে শিল্পমন্ত্রী নিজেই জানালেন। খবর এনআরবি নিউজের। আমিরাত এয়ারলাইনসে ঢাকার উদ্দেশ্যে জেএফকে ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মন্ত্রী আমির হোসেন আমু আরও বলেন, ‘দেশে ফিরে আমি এখান থেকে যে অভিজ্ঞতা এবং স্পষ্ট ধারণা নিয়ে যাচ্ছি, তা শিল্পোদ্যোক্তাদের অবহিত করব।’ আমু বলেন, ‘বাংলাদেশের বড় বড় শিল্প-কারখানার ক্ষেত্রেও অনেকটা সহায়ক হবে যুক্তরাষ্ট্রের মাঝারি শিল্প-কারখানার উদ্যোক্তা ও সাফল্য অর্জনকারীদের অভিজ্ঞতা।’ আমু উল্লেখ করেন, গত বুধবার বিশ্বখ্যাত বস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের টেকসই বিকাশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সময় যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং ফেডারেল প্রশাসনের নীতিনির্ধারকদের সঙ্গে একান্তে কথা হয়। সে সময় আমি এসএমই খাতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছি।

সর্বশেষ খবর