বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাপরাধের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধের তদন্ত শুরু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক জোট সরকারের শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার এক সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের এ তথ্য জানান। ওসমান ফারুকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আবদুল হান্নান খান বলেন, অনেকের বিরুদ্ধেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া  গেছে। ওসমান ফারুকের বিষয়েও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রাথমিক তদন্ত কাজ চলছে। প্রাথমিক তদন্তের পরই চূড়ান্ত তদন্ত করা হবে। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক জানান, ১৯৭১ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এমন ১১ জনের একটি তালিকা নিয়ে তারা কাজ করছেন। এই ১১ জনের অধিকাংশই সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা ছিলেন। সানাউল হক সাংবাদিকদের বলেন, উনি (ওসমান ফারুক) তখন ওই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইকোনমি অনুষদের রিডার ছিলেন। ১১ জনের তালিকায় তার নামও রয়েছে। ওই তালিকা ধরে তদন্ত সংস্থা অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ময়মনসিংহের আটজন ও পটুয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর