শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভ চুরি নিয়ে এখনো উত্তাপ ফিলিপাইনে

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ চুরি নিয়ে এখনো উত্তাপ ফিলিপাইনে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে এখনো উত্তাপ কাটেনি ফিলিপাইনে। দেশটির পুরো ব্যাংকিং ব্যবস্থা স্থানীয় ছাড়াও আন্তর্জাতিক চাপে রয়েছে। এ উত্তাপের কারণে এবার পদত্যাগ করলেন

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো ট্যান। গতকাল তিনি পদত্যাগ করেন বলে ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেশটি সংকটে রয়েছে। ইতিমধ্যে বিশ্বের খ্যাতনামা ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফিলিপাইনের কোনো ব্যাংকের সঙ্গে লেনদেন না করার ঘোষণা দিয়েছে। মানি লন্ডারিংয়ের

স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে দেশটি। এসব চাপের ফলে আরসিবিসি ঘটনার পুরো তদন্তকাজে সহযোগিতা করছে। তার অংশ হিসেবে আরসিবিসির ওই কর্মকর্তা পদত্যাগ করলেন। তার পদত্যাগের   পর আরসিবিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াই ডি। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়ে যায়। যে অর্থ আরসিবিসির জুপিটার স্ট্রিট শাখার মাধ্যমে হ্যাকাররা নিয়ে যায়। শুরুতেই এ ঘটনার সঙ্গে আরসিবিসির কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এরপর দেশটির সিনেট কমিটি, কেন্দ্রীয় ব্যাংক তদন্ত শুরু করে। তদন্তের শুরুতেই আরসিবিসির নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো ট্যানকে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার তিন মাস পর তিনি গতকাল ব্যাংকের বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, লরেঞ্জো ট্যান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট নন। শুরু থেকে এ ঘটনার তদন্তে সব ধরনের সহযোগিতা করছেন। এর আগে ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপককে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। তিনি এখনো পুলিশি নজরদারিতে রয়েছেন। ঘটনার সঙ্গে অভিযুক্ত হিসেবে চিহ্নিত মায়া সান্তোস দিগুইতো অর্থ লোপাটের সঙ্গে লরেঞ্জো ট্যানের জড়িত থাকার কথা জানিয়েছেন সিনেট কমিটির কাছে। ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন লরেঞ্জো ট্যান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা অর্থের মধ্যে প্রায় ১৭ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর