রবিবার, ৮ মে, ২০১৬ ০০:০০ টা

ভোটের সংঘর্ষে নিহত ৭

গুলি, হামলা-পাল্টা হামলা, অস্ত্রের মহড়া, রাতেই সিল উৎসব

নিজস্ব প্রতিবেদক

ভোটের সংঘর্ষে নিহত ৭

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানী কেন্দ্রে গতকাল অস্ত্র হাতে সংঘর্ষে অংশ নেয় দুই প্রার্থীর সমর্থকরা —বাংলাদেশ প্রতিদিন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপেও গোলাগুলি আর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোটে যথারীতি দখল, বর্জন, ব্যালট ছিনতাইও হয়েছে। অনেক ভোট কেন্দ্রে আগের রাতেই সিল মারার মহোৎসবও ছিল। গতকাল নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতের মধ্যে রাজশাহীর বাগমারায় দুজন, নরসিংদীর রায়পুরায় দুজন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একজন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একজন ও গাইবান্ধার সাদুল্ল্যাপুরে একজন রয়েছেন। দিনভর অস্ত্রের মহড়াও দেখা যায়। চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রলীগের এক নেতাকে অস্ত্রসহ গ্রেফতারও করা হয়। ভোট কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে গ্রেফতার হয়েছেন অর্ধশত। ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ৫১টি ইউপিতে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে ৭০৩টি ইউপিতে। ভোট গ্রহণের পরও বেশ কয়েকটি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ধাপেও কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাল ভোটের প্রভাবও ছিল বেশ কিছু এলাকায়। প্রতিপক্ষ প্রার্থীকে বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে। বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহীর পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীরাও ভোট বর্জন করেন। তবে সহিংসতা ও গোলযোগ কিছুটা কম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, আগের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। বিএনপি বলেছে, চতুর্থ ধাপেও ভোট জালিয়াতির মহোৎসব ছিল। এ সরকারের কাছ থেকে মানুষ নির্বাচন শব্দটা শুনতে চায় না।  নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্যমতে, কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউপির জুগিরহাট হুসেনিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে শুক্রবার রাত ১২টায় প্রিসাইডিং অফিসারের সহায়তায় চেয়ারম্যান পদে ১ হাজার ২৯টি ও সাধারণ সদস্য পদে ৪৮৬টি ব্যালটে সিল মারা হয়। রাত ৩টায় ভোট উৎসব ছিল চান্দিনার জোয়াগ ইউনিয়নে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বড় পলাশবাড়ী, আমজানকোর, দুওসুতে চার কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।

রাজশাহী : জেলার বাগমারায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এ সংঘর্ষ থামাতে গেলে পুলিশের ওপর তারা চড়াও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায়। এতে পুলিশের গুলিতে দুজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে উপজেলার হাটগাঙ্গোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন সিদ্দিকুর রহমান (২৪) ও মুনতাজ (৪২)। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থগিত হয়ে যাওয়া নির্বাচনে বাগমারার আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পান সরদার জান মোহাম্মদ। দলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান শহিদ। এরপর থেকে হাটগাঙ্গোপাড়া এলাকায় জান মোহাম্মদকে নির্বাচনী প্রচারণার কাজে ঢুকতে দেননি শহিদ ও তার সমর্থকরা। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর গতকাল বিকালে কর্মী-সমর্থকদের নিয়ে হাটগাঙ্গোপাড়া এলাকায় শহিদের বাড়িতে হামলা চালান জান মোহাম্মদ ও তার সমর্থকরা। এ সময় শহিদ ও তার সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মীরা বাগমারা থানার অফিসার ইনচার্জের (ওসি) গলায় হাঁসুয়া ধরলে পুলিশ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগের দুই সমর্থক নিহত হন। পুলিশের গুলি ও হামলায় আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন— জাহিদ হাসান বুলু, বুলবুল, মমতাজ, আলম, উজ্জ্বল, ইসহাক, ময়নুল ইসলাম, জাহিদ হোসেন, মুনতাজ (২) ও মুসলেম। নরসিংদী : জেলার রায়পুরায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পাড়াতলী ইউনিয়নে হোসেন আলী ও সুমন নামে দুজন নিহত হন। তবে রায়পুরা থানা পুলিশ পাড়াতলী ইউনিয়নের হোসেন আলীর (৫৫) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হোসেন আলী পাড়াতলী ইউনিয়নের চশমা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক। এ ছাড়া বেলা আড়াইটার দিকে পাড়াতলী মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হোসেন আলী মারা যান। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়নের রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে দুজন ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তাপস চন্দ্র দাস (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তাপস চান্দলা গ্রামের কানু চন্দ্র দাসের ছেলে। জাল ভোট দেওয়ার অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামে দুজন প্রিসাইডিং অফিসারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। মনোহরগঞ্জ, চান্দিনা ও চৌদ্দগ্রামে ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট বর্জন করেছেন ১৩ জন প্রার্থী। পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী সুলতান আহমেদ ও রেজাউল করিমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কুপিয়ে রেজাউলের সমর্থক তাপসকে হত্যা করা হয়। অপরদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের যুগীরহাট মাদ্রাসা কেন্দ্রে রাতেই নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্সে ফেলার অভিযোগে কেন্দ্রের প্রিসাডিং অফিসার মোবারক হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের আমতলী কেন্দ্রে নিজে ব্যালটে সিল মারায় প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আমতলী কেন্দ্রে ছবি তুলতে গেলে স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তরুণের ক্যামেরা ভাঙচুর করে তাকে মারধর করা হয়। গাইবান্ধা : সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তার নাম লেবু মিয়া (৪০)। চিকিৎসকরা জানান, লেবু মিয়ার মাথায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরেক গুলিবিদ্ধ শাহিনুর রহমান (১৮) হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার পিঠে ও কাঁধে গুলিবিদ্ধ হয়। ঠাকুরগাঁও : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা মাদ্রাসা কেন্দ্রে গতকাল দুপুরে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন ইউপি প্রার্থীর কর্মী-সমর্থকের সংঘর্ষ চলাকালে গুলিতে এক যুবক নিহত হন। তার নাম মাহবুব আলম (২৮)। তিনি মাছখুড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। বেলা আড়াইটার দিকে মাদ্রাসার ভোট কেন্দ্রে গিয়াস উদ্দিন, মো. আলম ও শামসুল হকের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মাহবুব আলম নিহত হন। এ ঘটনায় দুজন গুলিতে আহত হন। নাজিম উদ্দিন নামে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত। ফেনী : জেলা সদর ও ছাগলনাইয়া উপজেলার ইউপি নির্বাচনে এক পুলিশ উপ-পরিদর্শকসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৬ জন ও শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর কেন্দ্রে ভোট শুরুর আগে কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ জন গুলিবিদ্ধ হন। সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলি নগর কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালালে পুলিশ বাধা দেয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া শটগানের গুলিতে মো. ইয়াছিন নামে পুলিশের এক উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হন। ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুর কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী শাহআলম ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে প্রতিপক্ষ কুপিয়ে মারাত্মক আহত করেছে। শেরপুর : ভোটের আগের রাতে ঘুষ লেনদেনের অভিযোগে শেরপুরে প্রিসাইডিং অফিসার ও এক সদস্য (মেম্বার) প্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের লয়খা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আদালত ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল বারীকে সাত দিন ও মেম্বার প্রার্থী সাইফুদ্দিন দোলনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মাদারীপুর : কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭৬ নম্বর কয়ারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনশ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে পুলিশসহ চারজন আহত হন। কুষ্টিয়া : আগ্নেয়াস্ত্র নিয়ে ভোট কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষীকে আটক করেছে র‌্যাব। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের একটি কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম : জেলার হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নরুল আজিম রনিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় রনির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর  ভোট কেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ?সামনে থেকে রনিকে গ্রেফতার করা হয়। নোয়াখালী : গুলিবর্ষণ, ককটেল হামলা, কেন্দ্র দখল ও হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতবোমার আঘাতে সহকারী প্রিসাইডিং অফিসার বাবুল চন্দ্র আচার্য এবং পোলিং অফিসার মেহেদী হাসান আহত হয়েছেন। কিশোরগঞ্জ : জেলার কুলিয়ারচরে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে রামদি ইউনিয়নের খালখাড়া কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছয়সুতি ইউনিয়নের কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। লক্ষ্মীপুর : জেলার রায়পুর উপজেলায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ৮টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন। রংপুর : জেলার মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদ গ্রেফতার হয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী জানান, বেলা ১টার দিকে আমাদের দলীয় প্রার্থী হারুন অর রশীদ চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করতে যান। এ সময় পুুলিশ তাকে গ্রেফতার করে। নাটোর : নিজ দলের পেশাদার সন্ত্রাসীদের হাতে বেধড়ক মারপিটের শিকার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ হেল বাকী এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম মাসুম। আহতদের অভিযোগ, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের নির্দেশ অমান্য করে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী জালাল উদ্দিনের পক্ষে কাজ করার অপরাধে সন্ত্রাসী সজিব ও প্রিন্সের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারপিট শুরু করে।  মেহেরপুর : জেলার গাংনী উপজেলায় ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যরা শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।  জামালপুর :  জেলার মাদারগঞ্জে তিনটি ভোট কেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীর নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। মাদারগঞ্জের আদারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কড়ইচূড়া ইউনিয়নের চরগুজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রে পুলিশ ৮০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণও করে।

ভোট শেষে ইসির কাছে বিএনপির নালিশ : ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অনিয়ম ও দখলের চিত্র তুলে ধরে বরাবরের মতো চতুর্থ ধাপের ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নালিশ দিয়েছে বিএনপি। গতকাল বিকাল ৪টার পর সিইসির সঙ্গে আধঘণ্টার বৈঠকে ভোটের সংস্কৃতি ও জনমনে অসন্তোষের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ ‘নির্বাচন’ শব্দটা আর বেশি সম্মানের সঙ্গে নেবে না। নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তার যথাযোগ্য পরিচিতি হারিয়ে ফেলে। নির্বাচনে এখন যা ঘটছে তাতে নির্বাচনের পদবঞ্চনা হয়। তাই মানুষ নির্বাচনের কথা এরপর শুনতে চাইবে না।

সর্বশেষ খবর