রবিবার, ৮ মে, ২০১৬ ০০:০০ টা
সরেজমিন

বাইরে ফাঁকা ভিতরে বাক্স ভর্তি

লালমনিরহাট প্রতিনিধি

বাইরে ফাঁকা ভিতরে বাক্স ভর্তি

লালমনিরহাটের সদর ও আদিতমারী উপজেলার ১৬ ইউনিয়নে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শুরুর পর সকাল  ১০টা থেকে ১টা পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে। এ সময় আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের নামুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে, বেলা ১টা পর্যন্ত মাঠে ২০০ বেশি ভোটার আসেননি। কিন্তু ভোটের বাক্স ভর্তি হয়ে গেছে। সেখানে কোনো বুথে বিএনপির এজেন্টকে দেখা যায়নি। প্রিসাইডিং অফিসার জসিম উদ্দিন বলেন, ৭৫ শতাংশ ভোট পড়েছে। কিভাবে বৃষ্টির মাঝে এত ভোট পড়ল— জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি। এজেন্টের ব্যাপারে বলেন, ‘না এলে আমরা কী করব?’ বিএনপি প্রার্থী নুরুজ্জামান আহমেদ জানান, তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের কাজ আইনশৃঙ্খলা দেখার, ভিতরের পরিবেশ নিয়ে আমাদের বলার কিছু নেই।

পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ কেন্দ্রে মোট ভোট ৭৯৩। দেখা যায় বেলা ১১টার মধ্যে ৬০০ ভোট পড়ে গেছে। এখানে ভোট দিতে এসে নিজের ভোট দিতে পারেননি বিএনপি কর্মী আহাদুল। প্রিসাইডিং অফিসার তাকে জানান, ‘ব্যালট শেষ হয়ে গেছে!’ একই উপজেলার হারাটি ইউনিয়নের হারাটি ভোট কেন্দে  গিয়ে দেখা যায়, প্রতিপক্ষকে তাড়া করছে নৌকা প্রতীকের তরুণরা। সদর উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দে র প্রিসাইডিং অফিসাররা নাম প্রকাশ না করা শর্তে জানান, মুসলধারে বৃষ্টির সময় সরকারদলীয় ক্যাডাররা ব্যালট নিয়ে সিল মেরে বাক্স ভর্তি করে চলে যায়। বেলা ১২টার দিকে বৃষ্টির সময় সদর ও আদিতমারির বেশ কয়েকটি ভোট কেন্দে  গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি না থাকলেও ভোট পড়েছে ৬০ শতাংশেরও বেশি।

সর্বশেষ খবর