বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার

নিজস্ব প্রতিবেদক

জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীসহ এ পর্যন্ত পাঁচজনের ফাঁসি হলেও দল হিসেবে জামায়াতে ইসলামীর কী হবে, সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের আদালত সবচেয়ে বড় আদালত। জনগণের আদালত রায় দিয়েছে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিপক্ষে। তোফায়েল বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। ওই রায়েই যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের কথা বলা হয়েছে। এটা এখন সময়ের ব্যাপার। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় দুটি রাজনৈতিক অর্জন হলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার, যা অন্য কারও পক্ষে সম্ভব ছিল না। দীর্ঘ ৪৫ বছর পর হলেও জাতি কলঙ্কমুক্ত হয়েছে এমন মন্তব্য করে তোফায়েল আহমেদ আরও বলেন, যুদ্ধাপরাধীর বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ। বিএনপি যুদ্ধাপরাধীদের হাতে যে জাতীয় পতাকা তুলে দিয়েছিল আওয়ামী লীগ তা মুক্ত করেছে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

সর্বশেষ খবর