রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা

ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রাজনৈতিক আত্মহত্যা

—ফিলিস্তিন

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ এস রামাদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব হলো রাজনৈতিক আত্মহত্যা।

গতকাল বিকালে ফিলিস্তিনের ঐতিহাসিক নাকবা দিবস উপলক্ষে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইউসুফ রামাদান বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ইসরায়েলের কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক করে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে।

সর্বশেষ খবর