শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা
এটিএম কার্ড জালিয়াতি

চীনা নাগরিক রিমান্ডে, সহযোগীরা দেশ ছেড়েছে

নিজস্ব প্রতিবেদক

এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার চীনা নাগরিক জ্যু জিয়ানহুইর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল জ্যুকে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবিরের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। শুনানি শেষে আদালত এক দিন রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব জানায়, জ্যুর সহযোগী অপর দুই চীনা নাগরিক ফার্মগেট ও পান্থপথ থেকে দুটি এটিএম বুথ থেকে ৫ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে বাংলাদেশ ত্যাগ করে। এর আগে গত বুধবার সকালে এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি প্রাইম ব্যাংকের এটিএম কার্ড নয়, দুটি বিদেশি এটিএম কার্ড দিয়ে ১১ বার পাঞ্চ করে ৬৬ হাজার টাকা উত্তোলন করেন। পরে র‌্যাব-২-এর ডিএডি জামাল উদ্দিন নিউমার্কেট থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে জ্যু জিয়ানহুইর বিরুদ্ধে মামলা করেন। র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ মে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এমএইচ-১৯৬) জ্যু এবং তার দুই সহযোগীকে নিয়ে বাংলাদেশে আসেন। তারা বাংলাদেশে বসবাসরত অপর একজন চীনা নাগরিকের উত্তরার বাসায় ওঠেন। ১৮ মে সকালে জ্যু প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোডের এটিএম বুথে দুটি এটিএম কার্ড ১১ বার পাঞ্চ করে ৬৬ হাজার টাকা উত্তোলন করেন। একই সময়ে তার সহযোগী অপর দুই চীনা নাগরিক ফার্মগেট ও পান্থপথ থেকে দুটি এটিএম বুথ থেকে ৫ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করেন। জ্যু গ্রেফতারের খবর পেলে তারা ওইদিনই মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করে। জ্যুরও ওই বিমানে যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে তারা তিনজনই ফিরতি টিকিট নিয়ে বাংলাদেশ এসেছিলেন। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, জ্যু এবং তার সহযোগী অপর দুই চীনা নাগরিকের আশ্রয়দাতা এবং অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। জ্যু ইতিপূর্বে মিসর ও সৌদি আরব ভ্রমণ করেছে। সে সৌদি ভ্রমণের সময় সৌদি আরবের ব্যাংক অব রিয়াদের জনৈক এটিএম কার্ডধারী ব্যক্তির কার্ডের তথ্যাদি চুরি করে এবং চুরিকৃত তথ্যের দ্বারা ক্লোন কার্ডটি প্রস্তুত করে।

সর্বশেষ খবর