শিরোনাম
শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা
লাঞ্ছনার প্রতিবাদ অব্যাহত

শিক্ষককে পুনর্বহাল বাতিল স্কুল কমিটি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষককে পুনর্বহাল বাতিল স্কুল কমিটি

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং বিচার দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন —বাংলাদেশ প্রতিদিন

শিক্ষককে মারধর ও কান ধরে উঠবোস করানোর ঘটনা নিয়ে সারা দেশে প্রতিবাদের মধ্যে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে ঘটনার শিকার প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তের বরখাস্তের আদেশও অবৈধ ঘোষণা করে তাকে প্রধান শিক্ষক পদে পুনর্বহাল করা হয়েছে।

গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, মাউশির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ওই শিক্ষককে বরখাস্তের আদেশ অবৈধভাবে দেওয়া হয়েছে। ওই আদেশ বাতিল ঘোষণা করা হয়েছে। স্কুল কমিটিও বাতিল করা হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের নেতৃত্বে স্কুল পর্ষদ পরিচালনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। নাহিদ বলেন, সভ্যসমাজে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ন্যক্কারজনক। মন্ত্রী উল্লেখ করেন, প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন তিনি বুধবার রাতে হাতে পান। নাহিদ বলেন, তদন্তে দেখা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ অসত্য। বিদ্যালয় পরিচালনা কমিটি তাদের দায়িত্ব ও ভূমিকা পালন করতে পারেনি। কমিটি অন্যায়ভাবে প্রধান শিক্ষক শ্যামলকান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেলিম ওসমানের সংবাদ সম্মেলন : গতকাল নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি সেলিম ওসমান বলেছেন, শিক্ষক শ্যামলকান্তি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে উঠবোস করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ওসমান বলেন, ‘আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে। আমি যদি মরেও যাই, তাও ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’ সেলিম ওসমান বলেন, ‘ওই শিক্ষক নিজেই কান ধরে উঠবোস করার প্রস্তাব দেন। এতে আমি রাজি হই। শিক্ষক স্বেচ্ছায় কান ধরে উঠবোস করেন। আমি যা করেছি, একজন মানুষের জীবন রক্ষার জন্য করেছি।’

ড. কামাল হোসেন : সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, কান ধরে উঠবোস করানো সভ্যসমাজ ও সংবিধানের সরাসরি পরিপন্থী। এটা জাতির জন্য লজ্জাজনক। এ ধরনের আচরণ কল্পনা করা যায় না। হাইকোর্টে এক মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে কান ধরে উঠবোস করানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষক অবমাননায় জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টের রুল প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘আদালতের এ ধরনের ভূমিকা আমাদের সাহস জোগায়। কারণ, এই সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার জন্যই অনেক মানুষ জীবন দিয়েছে।’

শিক্ষকসমাজের প্রতিবাদ : নারায়ণগঞ্জে এমপি সেলিম ওসমানের নেতৃত্বে শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে চড় মারা ও তাকে কান ধরে উঠবোস করতে বাধ্য করার ঘটনার প্রতিবাদে গতকাল সারা দেশে বিশ্ববিদ্যালয়শিক্ষকরা মানববন্ধন করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— শাবি : বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাবি শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়ে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, নারায়ণগঞ্জে শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ঘটনা। এ ধরনের ঘটনা বাংলাদেশকে অসভ্য, বর্বর মানুষের দেশ হিসেবে বিশ্বে পরিচিত করবে। ঢাবি : নারায়ণগঞ্জে শিক্ষককে কান ধরে উঠবোস ও নির্যাতনের ঘটনায় জড়িত সংসদ সদস্য সেলিম ওসমানকে জাতীয় সংসদ থেকে অভিসংশন করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। এ ছাড়া সেলিম ওসমানকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার এবং ওই বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটি থেকে ঘটনার সঙ্গে জড়িতদেরও বহিষ্কারের দাবি জানানো হয়। গতকাল ঢাবির অপরাজেয় বাংলায় আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষকরা। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। এ চক্র ধর্মীয় অনুভূতির কথা বলে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চালাচ্ছে। ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সংসদ সদস্য হিসেবে নৈতিক অধিকার হারিয়েছেন সেলিম ওসমান। তাই সংসদ থেকে তাকে অভিসংশন করা হোক। জাবি : ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম : শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর গৌতমকুমার দেবনাথ। বরিশাল : শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করে বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখা। বেলা ১১টায় নগরীর অশ্বিনীকুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি দাশগুপ্ত আশীষকুমার। দিনাজপুর : শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। নীলফামারী : শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বেলা ১১টার দিকে নীলফামারী শিক্ষকসমাজের ব্যানারে শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে জেলা সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট।

নেত্রকোনা : বেলা ১১টায় নেত্রকোনায় মানববন্ধন করেছেন শিক্ষকসমাজের নেতারা। ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগও মানববন্ধন করে। মানববন্ধনকারীরা সংসদ সদস্য সেলিম ওসমান ও তার সহযোগীদের কঠোর শাস্তির দাবি জানান। কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষকরা অবিলম্বে সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নাটোর : শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নাটোরে শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্ট মানববন্ধন করেছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করে প্রতিবাদ জানান। গৌরনদী : গৌরনদীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা গতকাল সকালে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বক্তারা শিক্ষক নির্যাতনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ খবর