রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্র এখন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র এখন আইসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে গণতন্ত্র এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছে। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের সঙ্গে গণতন্ত্রের নাম জড়িত। তাই গণতন্ত্রের নাম নেওয়ার আগে জিয়াউর রহমানের নাম নিতে হবে। আজ আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থি চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত ‘গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সাবেক উপমন্ত্রী দীপেন দেওয়ান, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. এম এ কুদ্দুস, ডা. শহিদুল আলম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। ড. মোশাররফ হোসেন আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা মানুষের ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। তাই এ সরকার অবৈধ। তিনি সরকারকে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বানও জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর