মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

মমতার মন্ত্রিসভায় কারা থাকছেন

দীপক দেবনাথ, কলকাতা

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পর এ মুহূর্তে মন্ত্রিসভায় কে কে আসছেন, তা নিয়ে দলে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, একাধিক নতুন মুখ দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভায়। ২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেবেন মমতাসহ নতুন মন্ত্রীরা। কিন্তু মন্ত্রিসভায় কারা থাকবেন, জানা না গেলেও তা নিয়ে কৌতূহলের শেষ নেই। দলীয় সূত্রে খবর, মন্ত্রিত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। দলের এই লোকসভার সদস্য এবার ৮১ হাজার ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। নির্বাচনের বহু আগেই মমতা শুভেন্দুকে মন্ত্রিসভায় আনার কথা ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রিসভায় আসতে পারেন মঙ্গলকোটের সদ্য বিজয়ী বিধায়ক ও জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষনেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তৃণমূলের টিকিটে লড়াই করে এ আসনটি ৩৯ বছর পর বামেদের থেকে ছিনিয়ে নিয়েছেন তিনি। পাশাপাশি সিপিআইএম থেকে আসা তৃণমূলের জয়ী বিধায়ক রেজ্জাক মোল্লার নামও শোনা যাচ্ছে। তিন দশক ধরে বামফ্রন্টের মন্ত্রী থাকা রেজ্জাক দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সিপিআইএম থেকে বহিষ্কৃত হন দুই বছর আগে। এরপর চলতি বছরের গোড়ার দিকে তৃণমূলে নাম লেখান এবং নির্বাচনে লড়ে জয়ী হন ভাঙড় কেন্দ্র থেকে। এ দুই সংখ্যালঘু মুখ মমতা মন্ত্রিসভায় নিয়ে এসে সংখ্যালঘু সম্প্রদায়কে একটা সদর্থক বার্তা দিতে চাইছেন বলে খবর। কারণ, এ নির্বাচনেই দেখা গেছে বাম-কংগ্রেস জোট কিংবা বিজেপির থেকে রাজ্যের ২৭ শতাংশ মুসলিম ভোটব্যাংককে ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেসই। এবারের মন্ত্রিসভায় তরুণ প্রজন্মকেও জায়গা দিতে পারেন মমতা। সে ক্ষেত্রে ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়ার নামও শোনা যাচ্ছে। এবারের নির্বাচনে মদন মিত্র, মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, শঙ্কর চৌধুরী, আবদুল করিম চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখার্জি, উপেন বিশ্বাসের মতো হেভিওয়েট মন্ত্রী পরাজিত হয়েছেন। নতুন মন্ত্রিসভায় তাদের সেই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে মমতা নিজেও যথেষ্ট চিন্তিত। পাশাপাশি পুরনো মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরও অনেককেই দ্বিতীয় মন্ত্রিসভায় দেখা যেতে পারে।

শুভেচ্ছার বন্যায় ভাসছেন মমতা : বিধানসভা নির্বাচনে জয়ের পরই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যটিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এর পর থেকেই দলনেত্রীর কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসায় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলশিক্ষার্থী, রাজনীতিবিদ, করপোরেট, চলচ্চিত্র, ক্রীড়াসহ বিভিন্ন জগতের বিশিষ্টদের ভিড় লেগেই আছে। একজন চলে যেতে না যেতেই আরেকজন এসে ঢুকছেন। ফুরসত ফেলার সময় নেই মমতার। অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে তাদের আপ্যায়ন— সব কিছুই নিজ হাতে সামলাচ্ছেন ‘দিদি’। জয়ের পর শুক্রবার একই গাড়িতে চেপে মমতাকে এসে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যটির প্রধান সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্র সচিব মলয় দে। এর পরই আসেন কলকাতা পুলিশের তৎকালীন নগরপাল সৌমেন মিত্র। শনিবারও শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া, সত্যম রায়চৌধুরী, প্রসূন মুখার্জি, পূর্ণেন্দু চ্যাটার্জি, স্বামীকে নিয়ে মমতার সঙ্গে দেখা করে যান সংগীতশিল্পী ঊষা উত্থুপ।

সর্বশেষ খবর