বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে পাঁচ দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি সে দেশের সিমা প্যানিনসোলায় আগামী ২৬ থেকে ২৮ মে অনুষ্ঠিতব্য জি-৭ সামিটের আউটরিচ মিটিংয়ে অংশগ্রহণ করবেন। সম্মেলনের পরদিন তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় জাপান সফর। প্রধানমন্ত্রী আগামী ৩০ মে দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিশ্বের প্রভাবশালী  দেশের নেতারা জি-৭ সামিটে অংশ নিচ্ছেন। এতে অংশ নিচ্ছে সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা। ঠিক একই সময়ে আউটরিচ মিটিংয়েরও আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশ নিচ্ছেন চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ইতনো, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো, লাওসের প্রধানমন্ত্রী ড. সিসোলিথ, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী জুয়ান ফুক, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, আইএমএফের এমডি লাগারদে, বিশ্বব্যাংকের  প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। ভবিষ্যৎ বিশ্ব অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে এবারের বৈঠক বিশেষ গুরুত্ববহন করছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর