বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

আসলাম কারাগারে

রিমান্ড শুনানি ৩০ মে

আদালত প্রতিবেদক

রাজধানীর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন ঢাকার পৃথক দুই মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ ও মারুফ হোসেন। এ বিষয়ে আসলাম চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, গতকাল বেলা ২টার দিকে ৫৪ ধারায় গ্রেফতার আসলাম চৌধুরীকে সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। পরে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার মামলা দুটির তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি রাজধানীর মতিঝিল ও লালবাগ থানা এলাকায় ত্রাস, আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটান। তাই আসমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে ১৫ মে সন্ধ্যায় খিলক্ষেত থানা এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর