বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬ ০০:০০ টা
দুদকের মামলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর ভাইসহ ৫ জন কারাগারে

পাবনা প্রতিনিধি

সরকারি অর্থ আত্মসাৎসহ দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা তিন মামলায় বেড়া পৌর মেয়র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই আবদুল বাতেনসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা তিন মামলায় আদালতে হাজির হয়ে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আবদুল কুদ্দুস জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন বেড়া পৌরসভার কমিশনার ইসলাম উদ্দিন, আবদুস সামাদ মহলদার, নার্গিস আক্তার এবং ইজারাদার মাহবুব হোসেন। দুদকের আইনজীবী আবদুর রহিম মামলার বিবরণের বরাত দিয়ে বলেন, ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে আবদুল বাতেন বেড়া সিএন্ডবি করমজা নতুনহাটের ৯ লাখ ৩৬ হাজার ৫৬০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ ছাড়া অভিযুক্তরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে এক নাগাড়ে ১৩ বছর অবৈধভাবে ভোগ দখল করে সরকারের বিপুল রাজস্বের ক্ষতি করে ব্যক্তিগত ভাবে লাভবান হয়েছেন। বিধি মোতাবেক সরকারি কোষাগারে টাকা জমা দেননি। দুদকের উপপরিদর্শক নিরঞ্জন সরকার বলেন, দীর্ঘদিন ধরে তারা এই মামলার পলাতক আসামি ছিলেন। বুধবার মামলার দিন থাকায় তারা আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। এ সময় বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

সর্বশেষ খবর