শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

আমি দুঃখিত লজ্জিত

-------সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আমি দুঃখিত লজ্জিত

সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছিত হওয়া প্রসঙ্গে বলেছেন, সেদিনের ঘটনার জন্য তিনি দুঃখিত ও লজ্জিত। তিনি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উদ্দেশে বলেন, আপনারা আমার সঙ্গে আলোচনায় বসুন। প্রয়োজনে আমায় জুতাপেটা করুন, তবুও ক্ষমা চাইতে বলবেন না।

সেলিম ওসমান গতকাল বিকালে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় বক্তৃতা করছিলেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী নেতা ছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, এফবিসিসিআইর সাবেক সহসহভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর থানা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল প্রমুখ। ২৪ মে ডাকা সংবাদ সম্মেলন বাতিল করা প্রসঙ্গে তিনি বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ তাকে ডেকে বলেছিলেন, ‘সেলিম তুমি তো ওলি হয়ে গেছ। তুমি জান? তোমার জন্য সারা দেশের কত মসজিদে দোয়া হয়েছে। তুমি শান্ত হও। আল্লাহ তোমার সহায় হবেন। তোমার সঙ্গে আল্লাহ আছেন। আমরা আছি। তুমি সংবাদ সম্মেলন বন্ধ করে দাও।’ সেলিম ওসমান বলেন, ঘটনার যে ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে, সেটি কোনো সাংবাদিকের ধারণকৃত নয়। তাই মনে করি, আমি রাজনীতির শিকার। তা ছাড়া ভিডিওচিত্রে দেখানো হয়েছে সেখানে ‘জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। অথচ ওই সময় ‘নারায়ে তাকবির/আল্লাহু আকবর’ ধ্বনি দেওয়া হয়েছিল। তিনি বলেন, সেদিন কোনো শিক্ষক বা হিন্দুকে নয়, একজন নাস্তিককে কান ধরিয়ে উঠবোস করিয়েছেন। তিনি বলেন, ‘এ জন্য যদি আমাকে ফাঁসির কাষ্ঠেও যেতে হয় কোনো দুঃখ থাকবে না।’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উদ্দেশে সেলিম ওসমান বলেন, আপনি আওয়ামী লীগ করেন। যে আওয়ামী লীগের জন্ম নারায়ণগঞ্জের চাষাঢ়ার বায়তুল আমানে। সেখানে আপনাদের দাওয়াত রইল। এখানে আমি আপনাদের আসামি হব। দোষী হলে শাস্তি দেবেন। তিনি আরও বলেন, ‘নাসিম ভাই, আমি তো আল্লাহকে কটাক্ষকারীকে কান ধরে উঠবোস করিয়েছি। কিন্তু আপনার আরেক মন্ত্রী তো ট্রাফিক পুলিশকে কান ধরে উঠবোস করিয়েছেন। তার তো কিছু হলো না!’ মতবিনিময় সভায় উপস্থিত আলেমদের উদ্দেশে হাত জোড় করে সেলিম ওসমান বলেন, আমার কাছে খবর আছে আপনারা শুক্রবার জুমার নামাজের পর বড় আন্দোলনে নামবেন। আমি মিনতি করছি-আল্লাহর ওপর ভরসা রাখেন। প্রয়োজনে জুমার নামাজের পর মসজিদে মসজিদে আমার জন্য দোয়া করেন। ইসলাম শান্তির ধর্ম। আপনারা কেউ রাস্তায় নামবেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর