শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

অর্থ লোপাটকারীদের মুখোশ উন্মোচন করতে চাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থ লোপাটকারীদের মুখোশ উন্মোচন করতে চাই

ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি মানে, অন্যের মুখের গ্রাস কেড়ে নেওয়া। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। জনগণের আমানত যারা খেয়ানত করে, সেই খেয়ানতকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা অর্থ লোপাটকারীদের মুখোশ উন্মোচন করতে চাই।’

গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিনি উল্লেখ করেন, ‘সরকারি-বেসরকারি ব্যাংকের অর্থ লোপাটকারীদের রেহাই নেই। অর্থ লোপাটকারী যেই হোক, জনগণের অর্থ যারা নিয়ে গেছে তাদের ছাড়া হবে না।’ ইকবাল মাহমুদ আরও বলেন, ‘জনগণের আমানত শুধু ব্যাংকিং খাতেই খেয়ানত হচ্ছে না। বিভিন্ন খাতে হচ্ছে। শিক্ষার মান কমেছে। এর পেছনেও দুর্নীতি। তাই জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। এখন থেকে দুদকে কেউ অভিযোগ পাঠালে ডাকযোগে প্রাপ্তি স্বীকারপত্র পাঠানোর এবং শিক্ষা, ব্যাংক, সরকারি অফিস ইত্যাদি কয়েকটি ইনস্টিটিউশন খাতে ক্রাশ প্রোগ্রামের ঘোষণা দিচ্ছি।’ দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি সমাজে গণজাগরণ সৃষ্টি করতে পারে, দৃঢ় আস্থা ও অবস্থান সৃষ্টি করতে পারে।  চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবুল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া। অনুষ্ঠানে ২০১৫ সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাঁশখালী, কসবা, চকরিয়া উপজেলা ও কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের ‘শ্রেষ্ঠ’ পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সর্বশেষ খবর