সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

সরকারের মেয়াদ চার বছর করুন

নিজস্ব প্রতিবেদক

সরকারের মেয়াদ চার বছর করুন

পাঁচ বছর থেকে কমিয়ে বাংলাদেশে সরকারের মেয়াদ চার বছর করার প্রস্তাব করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল এক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি। বি. চৌধুরী বলেন, ‘আমার একটা বিশেষ প্রস্তাব আছে। প্রতিবেশী অনেক দেশে যান, চার বছর পর পর নির্বাচন হয়। আমেরিকায় যান, চার বছর পর পর নির্বাচন, ইংল্যান্ডে যান চার বছর পর। আমাদের কেন পাঁচ বছরে থাকতে হবে? বদলানো যায় না? সরকারকে বলব, আপনি চার বছরে আনুন।’ সেই সঙ্গে নির্দলীয় সরকারের দাবিও তুলে ধরেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরী। ‘শেষের তিন মাস সত্যিকার অর্থে যারা নির্বাচিত তাদের নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। তাহলেই তাদের অধীনে একটা ফার্স্ট ক্লাস নির্বাচন হবে।’ বর্তমান নির্বাচন ব্যবস্থার হাল তুলে ধরতে গিয়ে চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টানেন বিকল্প ধারা সভাপতি। ‘এটা কী রকম নির্বাচন? এত মানুষ মারা যায়, ইচ্ছামতো ভোট, অনেককে মনোনয়নপত্র জোর করে প্রত্যাহার করানো হয়। গণতন্ত্র কোথায়? এটা কোনো নির্বাচন হলো?’ ‘সরকারের লজ্জা লাগে না, আমাদের লজ্জা লাগে, কেননা (আমরা) দেশের সিনিয়র সিটিজেন; মাননীয় প্রধানমন্ত্রী, আমরা লজ্জিত, আমাদের মায়েরা লজ্জিত, সন্তানরা লজ্জিত, দেশের মানুষ লজ্জিত।’ এ ধরনের ভোটের জন্য সরকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দায়ী করেন সাবেক এই রাষ্ট্রপতি। ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তার কোনো মেরুদণ্ড নেই। খবরের কাগজে দেখেছি, উনি বলেছেন, আগামী নির্বাচনে আমার ট্যাংক লাগবে। ট্যাংক নিয়ে যুদ্ধ করে নির্বাচন হবে— লজ্জা লাগে না। আপনার মতো প্রধান নির্বাচন কমিশনারের কথায় লজ্জায় মরে যাই। এরপরও দাঁড়িয়ে আছেন, এরপরও পদত্যাগ করেন না। আপনি লজ্জায় মরে যান, শরমে মরে যান।’ বাংলাদেশ মুসলিম লীগের অষ্টম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছিলেন বিকল্প ধারা সভাপতি। এতে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ হাওলাদার। 

সর্বশেষ খবর