শিরোনাম
সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় কর্মব্যস্ত চীনা প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় কর্মব্যস্ত চীনা প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,  বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমানবাহিনীর প্রধান মার্শাল আবু এসরার ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সকালে চীনের প্রতিরক্ষামন্ত্রী সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি দল জেনারেল চ্যাং ওয়ানকুয়ানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সেখান থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তারা বাংলাদেশ ও চীনের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সফররত চীনা প্রতিনিধিদলটি নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে চীনের একজন ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন জেনারেল চাং ওয়ানকুয়ান। তিনি জানান, চীন বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী চীন। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এটা উভয় পক্ষের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করছে। দুই দেশের পদস্থ কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় ভবিষ্যতে বাড়ানো হবে। বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে চীনা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সর্বশেষ খবর