মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

রেলমন্ত্রী কুমিল্লার রসমালাই খাওয়ালেন মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রীদের মিষ্টি খাওয়ালেন রেলমন্ত্রী মুজিবুল হক। সদ্য কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সবাইকে কুমিল্লার সুস্বাদু রসমালাই খাওয়ান তিনি। মন্ত্রিসভার সদস্যরা তাকে অভিনন্দন জানান। বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর কাছে জানতে চান, নবজাতকের নাম রাখা হয়েছে কিনা। জবাবে রেলমন্ত্রী বলেন, এটা আপনার জন্য রেখে দিয়েছি। প্রধানমন্ত্রী তখন বলেন, নাম রাখার দায়িত্বটা মা-বাবার। ২৮ মে বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তানের জন্ম দেন। নিজের সন্তান জন্মদানের পর গতকালই প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রীর পক্ষ থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই আনা হয়। সেই রসমালাই দিয়েই মন্ত্রীদের মিষ্টিমুখ করানো হয়। ২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৬৭ বছর অবিবাহিত মুজিবুল হকের বিয়ের বিষয়টি ওই সময় বেশ আলোচিত ছিল।

সর্বশেষ খবর