মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

বিশ্বজুড়ে মুস্তাফিজ

মেজবাহ্-উল হক

বিশ্বজুড়ে মুস্তাফিজ

মুস্তাফিজ পেয়েছেন ৮৩.২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকেশ রাহুল পেয়েছেন মাত্র ৬.৫ ভোট। আইপিএলে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই বোলার। তা ছাড়া ভোটের পরিসংখ্যান দেখেই বোঝা যায় কাটার মাস্টার কতটা জনপ্রিয়। সব মিলিয়ে আইপিএলে মুস্তাফিজের ঝুলিতে জমা হয়েছে ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারি হতে না পারলেও ডেথ ওভারে মুস্তাফিজ ছিলেন ব্যাটসম্যানদের কাছে রীতিমতো আতঙ্ক। এবারের আইপিএলে বাংলাদেশি এই বোলারকে নিয়ে যতটা আলোচনা হয়েছে, আগের আসরগুলোতে অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে এতটা হৈচৈ হয়নি। সান রাইজার্স হায়দরাবাদ সাদামাটা দল নিয়েও যে এবারের আসরের শিরোপা জিতেছে এর পেছনে ‘টনিক’ হিসেবে কাজ করেছে মুস্তাফিজের ম্যাজিক বোলিং। ভারত তো বটেই, বিশ্বজুড়েই এখন চলছে মুস্তাফিজ-বন্দনা। কাটার মাস্টারের প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটাররাও। বাংলাদেশের ক্রিকেটের কট্টর সমালোচক পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা মেতেছেন মুস্তাফিজ-বন্দনায়। পাক তারকা বলেন, ‘অ্যান্ডারসন, স্টেইনরা টেস্টে সেরা। কিন্তু টি-২০-তে এই মুহূর্তে সেরা মুস্তাফিজই।’ ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘এই মুহূর্তে মুস্তাফিজের চেয়ে ভালো বোলার আর কেউ নেই।’ মনোজ প্রভাকর বলেন, ‘শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ভালো ইয়র্কার করতে পারেন। কিন্তু মুস্তাফিজ দ্রুততার সঙ্গে কাটার দিতে পারেন। তিনি যেভাবে বলের গতি পরিবর্তন করেন সেটা অন্য কেউ করতে পারেন না। এই মুহূর্তে মুস্তাফিজই সেরা।’ যুবরাজ সিং বলেন, ‘মুস্তাফিজ যা করেছে, তা বিশ্ব দেখেছে। আলাদা করে কিছু বলার নেই। আমরা যে শিরোপা জিতেছি সেখানে বড় অবদান রয়েছে মুস্তাফিজের।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর