মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ থাই ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জ্বালানি খাত একটি সম্ভাবনাময় খাত। আর এ খাতে  বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানসহ দ্রুত সময়ের মধ্যে লাভ পাওয়া যায়। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বেসরকারি খাতকে একই প্লাটফর্মে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বিমস্টেকভুক্ত বাংলাদেশ ও থাইল্যান্ড একসঙ্গে কাজ করতে পারলে ব্যবসা ও বাণিজ্যে অভূতপূর্ব অগ্রগতি হবে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, থাইল্যান্ডের শিল্পমন্ত্রী আতচকা সিবাংরুয়াং ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম।

সর্বশেষ খবর