বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

ফল বিভ্রাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

ফল বিভ্রাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষায় সংখ্যাগত বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও বাড়ছে। তবে এখনো মানের ঘাটতি আছে। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। নাহিদ বলেন, শিক্ষার গুণগত মান বাড়ানোই এখন তার বড় চ্যালেঞ্জ। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে হিন্দুধর্মে মূল্যায়ন-সংক্রান্ত সমস্যার কারণে ১ হাজার ১৪১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। ওই ঘটনার পর একজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। তবে পুনর্মূল্যায়নে ওই শিক্ষার্থী জিপিএ-৪.৬৭ পেয়েছে। এ ছাড়া তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সবাই পাস করেছে। শিক্ষামন্ত্রী বলেন, ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদন দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের বেতন বন্ধ করা হবে, এরপর চূড়ান্ত বিচারে চাকরি থাকবে কি থাকবে না তা ঠিক করা হবে। নাহিদ বলেন, নতুন নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ খবর