শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

২০১৬-১৭ অর্থবছরের জন্য যোগাযোগ খাতে ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বরাদ্দের প্রস্তাব করেন।

এ বরাদ্দ এডিপির ২৫ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে বরাদ্দ ৯ হাজার ১১৫ কোটি টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৮ হাজার ১৬১ কোটি টাকা। সেতু বিভাগের জন্য ৯ হাজার ২৫৮ কোটি টাকা এবং অন্যান্য খাতে ২ হাজার ২০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও যোগাযোগ খাতে বরাদ্দ ধরা হয়েছিল ২১ হাজার ৬৫৯ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়ায় ১৯ হাজার ৮৪ কোটি টাকা। সরকারের অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুতে এডিপির বরাদ্দ ৬ হাজার ২৬ কোটি টাকা। চলতি অর্থবছরেও পদ্মা সেতুর ব্যয় ধরে সেতু বিভাগে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৮ হাজার ৯২১ কোটি টাকা। কিন্তু পদ্মা সেতু প্রকল্পের বরাদ্দ ব্যয় না হওয়ায় ৩ হাজার ২০০ কোটি টাকা ফেরত দিচ্ছে সেতু বিভাগ। এতে সংশোধিত বাজেটে সেতুতে বরাদ্দ দাঁড়ায় ৫ হাজার ২৯৯ কোটি টাকা।

সর্বশেষ খবর