Bangladesh Pratidin

ফোকাস

  • রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত
প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ জুন, ২০১৬ ২৩:৫৫
জুলহাজের পরিবারকে ওবামার চিঠি
নিজস্ব প্রতিবেদক
জুলহাজের পরিবারকে ওবামার চিঠি

রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের হামলায় নিহত জুলহাজ মান্নানের পরিবারকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল জুলহাজের মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা ওই চিঠি তার বড় ভাই মিনহাজ মান্নানের হাতে তুলে দেন বাংলাদেশে ইউএসএআইডির মিশন হেড ইয়ানিনা জারজালস্কি। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কলাবাগানে খুন হন ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। ওবামা তার চিঠিতে লিখেছেন, জুলহাজের মৃত্যুতে মিশেল ও আমি আপনাদের দুঃখ এবং বিষাদের অংশীদার। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি। জুলহাজকে হারিয়ে আপনাদের যে বেদনা তা বর্ণনাতীত। বাংলাদেশে একটি অধিকতর ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ায় অঙ্গীকারবদ্ধ ছিলেন জুলহাজ। সে কাজেই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যারা তাকে চিনতেন ও ভালোবাসতেন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় তার কাজ যাদের উজ্জীবিত করেছে, তাদের মাঝে জুলহাজের কীর্তি রয়ে যাবে। জুলহাজের সাহস, অন্যের জন্য তার সহানুভূতি চির জাগরূক হয়ে থাকবে, এটুকু জেনে অন্তত আপনারা সান্ত্বনা খুঁজে নেবেন। এই চরম দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি। মিনহাজ মান্নান গণমাধ্যমকে বলেন, চিঠিতে ওবামা স্বাক্ষর করেছেন গত ৫ মে।

এই পাতার আরো খবর
up-arrow