শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

চার লেন হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক

মানিকগঞ্জ প্রতিনিধি

চার লেন হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই লেনের মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। গতকাল পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বাংলো উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, মহাসড়কটি চার লেন হলে কেবল মানিকগঞ্জবাসীই নন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। মানিকগঞ্জে গণপরিবহনে বিশৃঙ্খলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনের আগে রাস্তা করতে হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর