সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

বিশ্বজুড়ে শোক

শুক্রবার দাফন মোহাম্মদ আলীর

ক্রীড়া ডেস্ক

পৃথিবী বিখ্যাত ক্রীড়াবিদরা যারপরনাই দুঃখিত, ব্যথিত। কেবল কী ক্রীড়াবিদ! রাজনীতিবিদ থেকে শুরু করে মানবতাবাদী কিংবা অন্য কোনো প্রাঙ্গণের মানুষ। এমনকি যার খেলাধূলার প্রতি বিন্দুমাত্রও আগ্রহ নেই সেও মোহাম্মদ আলীর বিদায়ে ব্যথিত। শোকাহত বিশ্বের জনতা একজন বক্সিং কিংবদন্তি এবং মানবদরদীকে শ্রদ্ধা জানাচ্ছেন। স্রষ্টার কাছে প্রার্থনা করছেন দিবারাত্রি তার চিরশান্তির জন্য। শুক্রবার লুইসভিলে মোহাম্মদ আলীকে কবর দেওয়া হবে। সেখানে তার দাফনকার্যের সময় উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ আরও অনেকে। এদিকে বিশ্বের কিংবদন্তিতুল্য তারকারা মোহাম্মদ আলীর প্রয়াণে নিজেদের ব্যথিত হৃদয়ের অনুভূতি নানাভাবে তুলে ধরেছেন। আর বিশ্বের প্রায় সবগুলো পত্রিকাই মোহাম্মদ আলীর বিদায়কে তাদের লিড স্টোরি করেছে। প্রধান সংবাদের পাশাপাশি পত্রিকাগুলো ছোটো অসংখ্য গল্প ছেপেছে। এর বেশিরভাগই মোহাম্মদ আলীর জীবনের নানা অধ্যায়ের স্মৃতিবিজড়িত। বিখ্যাত ব্রিটিশ দৈনিক বিবিসি ‘মোহাম্মদ আলী : এ স্পোর্টিং পারসোনালিটি হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের সংবাদে লিখেছে, ‘তিনি এমন একজন ক্রীড়াবিদ যার অর্জন ক্রীড়া ক্ষেত্রের সীমানা ছাড়িয়েছে।’ পৃথিবীর সর্বকালের সেরা এ ক্রীড়াবিদকে শেষ বিদায় দেওয়া হবে আগামী শুক্রবার। এর মধ্যে তার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাবে বিশ্ব। লুইসভিলের মোহাম্মদ আলী সেন্টারের পাশের রাস্তায় ফুলের তোড়া স্তূপ হয়ে আছে।

এ স্তূপ কেবল বেড়েই চলেছে। একজন সর্বকালের সেরা ক্রীড়াবিদ এবং মানবতাবাদীর বিদায়কে স্মরণীয় করেই রাখতে চায় বিশ্ব।

সর্বশেষ খবর