সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

হংকংয়ে মোরশেদ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলের নামে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম। মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ওই তিনজনকে অব্যাহতির সুপারিশ করে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন নিম্ন আদালতের গ্রহণের বিরুদ্ধে দুদকের আবেদনে হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না এবং কেন এ মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মানি লন্ডরিং আইনে ২০১৩ সালে মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধে দুদক মামলা করে। ওই মামলায় মানি লন্ডারিং হয়নি উল্লেখ করে গত বছর জুলাই মাসে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই চূড়ান্ত প্রতিবেদন ১৫ এপ্রিল নিম্ন আদালতে গৃহীত হয়। মোর্শেদ খান, নাসরিন খান ও ফয়সাল মোর্শেদ খান অভিযোগ থেকে অব্যাহতি পান। দুদকের আইনজীবী জানান, হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওই হিসাবটি ২০০৮ সাল থেকে হংকংয়ের পুলিশের এক প্রশাসনিক আদেশে জব্দ রাখা হয়। এরপর নতুন কোনো পদক্ষেপ না থাকলে ওই অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে বলে বাংলাদেশে চিঠি দিয়ে জানানো হয়। এ অবস্থায় মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়ে পুনঃ তদন্তের জন্য বিচারিক আদালতের অনুমতি চায় দুদক। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২ জুন এ-সংক্রান্ত দুটি আবেদন খারিজ করেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করে।

সর্বশেষ খবর