বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক

ভেজালবিরোধী অভিযান চলবে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভ্রাম্যমাণ আদালত ও ভেজালবিরোধী অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল দেওয়ার দায়ে ৪ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভেজাল ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৭৯৬টি। মামলা হয়েছে ১১৬৪। সার্ভিল্যান্স টিম পরিচালনা করা হয়েছে ৬৫৮টি। গতকাল শিল্প মন্ত্রণালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে জুলাই ২০১৫ থেকে মে ২০১৬ পর্যন্ত ১১ মাসের ভেজালবিরোধী অভিযানের এই পরিসংখ্যান তুলে ধরেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, বিএসটিআইর মাধ্যমে শুধু ঢাকাতেই নয়, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই উপজেলাগুলোতেও অভিযান চালানো হচ্ছে। পুরো রমজান জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। ভেজাল প্রতিরোধে আগাম নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এ জন্য ইফতার ও সেহরিতে ব্যবহূত ১৮৩টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে নমুনার ল্যাবরেটরি টেস্টিং সম্পন্ন হয়েছে। মৌসুমি ফলমূলে ফরমালিনের ব্যবহার আগের চেয়ে কমে এসেছে। রমজান উপলক্ষে বাজার থেকে খেজুর, আম, মাল্টা, আপেল, আঙ্গুর, লিচুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। কিন্তু ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিএসটিআই মহাপরিচালক মো. ইকরামুল হকসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর