বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

আসলাম ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আসলাম ফের রিমান্ডে

রাজধানীর গুলশান থানার রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ফের পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক আসামি আসলামকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামি আসলামকে ফের পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। এর আগে ১ জুন রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নেওয়া অনুমতি দিয়েছিল আদালত। মামলার নথিসূত্রে জানা গেছে, আসামি আসলাম চৌধুরী ৫ থেকে ৯ মার্চ বাংলাদেশের সরকারকে উত্খাতের ষড়যন্ত্রের কাজে ভারতে যান। ভারতে থাকার সময় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কবহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, যা বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আসামি বর্তমান নির্বাচিত সরকারকে উত্খাতের জন্য বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা করেন। এই নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই সরকারকে অবৈধভাবে উত্খাতের জন্য সন্ত্রাস, নাশকতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন, যা দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ও রাষ্ট্রদ্রোহের শামিল। বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা গ্রহণ করেন তিনি এবং এর জন্য সহযোগিতা চান। আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পরামর্শ নিয়ে তিনি সরকারবিরোধী আন্দোলনে নামেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর