শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ কঠোর হাতে দমন করতে হবে

জিন্নাতুন নূর

জঙ্গিবাদ কঠোর হাতে দমন করতে হবে

অধ্যাপক ড. আমেনা মহসিন

বাংলাদেশে জঙ্গিবাদের জন্য এক ধরনের চারণভূমি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদের উচিত হবে কঠোরভাবে তা দমন করা। বিশেষ করে স্টেট হোল্ডার যারা, যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তাদের এই ইস্যুতে জাতীয় সচেতনতা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও দলীয় বৃত্ত থেকে বের হয়ে এই সমস্যার মোকাবিলা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীন এসব কথা বলেন। সাম্প্রতিক খুনগুলোর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, বিদেশি সংস্থার সম্পৃক্ত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইতিহাসে এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যটি দায়িত্ব নিয়েই বলেছেন। এটি তার কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। তিনি তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করেই এই কথা বলেছেন। আমেনা মহসীনের মতে, জঙ্গিবাদ পৃথিবীর সব জায়গাতেই আছে। এটি একটি আন্তর্জাতিক ইস্যু। এই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক মহলও বেশ উদ্বিগ্ন। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বশীল জায়গা থেকে তথ্য নিয়েই বলেছেন যে, সাম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে বিদেশি সংস্থা জড়িত এ কারণে এই বিষয়টিতে আমাদের গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। কিন্তু যখন আমরা দেখতে পারব যে, এ বিষয়ে আমরা তেমন কিছু করছি না তখন আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। বিভিন্ন সময় আমরা দেখে এসেছি যে, দেশে কোনো ঘটনা ঘটলেই বিরোধী দল ও ক্ষমতাসীন দল একে অন্যকে দোষারোপ করে। কিন্তু জঙ্গিবাদ ইস্যুতেও যদি রাজনৈতিক দলগুলো একই আচরণ করে তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে আমি আশঙ্কা করছি। জঙ্গিবাদ ইস্যুতে আমাদের এখন প্রধান চিন্তার বিষয় হলো আমরা কীভাবে একে মোকাবিলা করছি। তবে জঙ্গিবাদ বিষয়ে, যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মিডিয়ার আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে তিনি মনে করেন।

এই আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশে যে জঙ্গিবাদী তত্পরতা তাতে আমারা যে ‘হাই রিস্ক’-এ আছি, ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না। আমি একই সঙ্গে মনে করি যে, এ বিষয়ে আমাদের বেশি কথা বলাও ঠিক না। কারণ তথ্য ছাড়া জঙ্গিবাদ ইস্যুতে কথা বলা হলে অনেক সময় যারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত তারা পার পেয়ে যায়। এ মুহূর্তে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন এই অধ্যাপক। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকেও দলীয় বৃত্ত থেকে বের হয়ে এই সমস্যার মোকাবিলা করতে হবে। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের বুঝতে হবে জঙ্গিবাদকে এড়িয়ে গেলে কেউই পার পাবে না।

সর্বশেষ খবর