Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ জুন, ২০১৬ ২২:৪০
সুনীল গমেজ হত্যা
বিচার দাবিতে মানববন্ধন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান মুদি দোকানদার সুনীল দানিয়েল গমেজ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে গতকাল বেলা ১১টায় পাবনা-নাটোর মহাসড়কে জয় বাংলা সামাজিক আন্দোলন কার্যালয়ের সামনে আধা ঘণ্টা মানববন্ধন করেছেন এলাকাবাসী। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আবুল কালাম আজাদ, আবদুস সোবাহান প্রামাণিক, জাকির সরকার, ডা. ফেরদৌস প্রমুখ। পরে বনপাড়া জয় বাংলা সামাজিক আন্দোলন কার্যালয়ে এক সংবাদ  সম্মেলনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, কোনো খুনের বিচার না হওয়ায় খুন বন্ধ হচ্ছে না। বনপাড়া বাজারের ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী লোকের অনৈতিক চাপে পুলিশ প্রকৃত অপরাধীকে আড়াল করে নিরীহ লোকদের হয়রানি করছে। ফলে কেউই ন্যায়বিচার পাচ্ছে না।

এই পাতার আরো খবর
up-arrow