বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

হত্যাকাণ্ডের ক্ষেত্র জাসদই করেছে

-----------কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

হত্যাকাণ্ডের ক্ষেত্র জাসদই করেছে

জাসদ নিয়ে মুখ খুলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদও। জাতীয় সংসদে গতকাল জাসদের সমালোচনায় মুখর হন তিনি। জাসদের গণবাহিনীর প্রসঙ্গ তুলে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য সরাসরি জাসদকে দায়ী করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জাসদ নিয়ে বক্তব্যের প্রসঙ্গ টেনে ফিরোজ রশীদ বলেন, সৈয়দ আশরাফ যথার্থ বলেছেন।

পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সব বিষ খেয়ে হজম করে... জাসদ আজ সংসদে আছে। আমার মনে হয়, এখন যারা গুপ্তহত্যা করছে তাদেরও উনি ভবিষ্যতে সংসদে নিয়ে আসবেন। এখনকার গুপ্তহত্যাকারীদের’ও হয়তো কোনোদিন সংসদে দেখা যাবে। তার বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না। ফিরোজ রশীদ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা ছাত্রলীগ করতাম। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। এক বিছানা থেকে উঠে এসে উনি আমাদের উদ্দেশে অস্ত্র ধরেছেন। গুনে গুনে আমাদের ২০ লাখ লোককে হত্যা করল। সেদিন যদি গণবাহিনী গঠন করে বেছে বেছে আওয়ামী লীগের  নেতা-কর্মীদের এভাবে হত্যা না করত, তাহলে দেশে দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এতবড় জাতীয়  নেতাকে আমরা হারাতাম না। সেজন্য জাতি আজ পর্যন্ত ভুগছে।’

সর্বশেষ খবর