Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ জুন, ২০১৬ ২৩:০৫
চিকিৎসায় টালবাহানার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
চিকিৎসায় টালবাহানার অভিযোগ

কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চিকিৎসা নিয়ে টালবাহানার অভিযোগ করেছে সংগঠনটি। হার্টে ব্লক ও কিডনি সমস্যার কারণে গত ৮ জুন হাইকোর্টের নির্দেশে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে। গতকাল এক বিবৃতিতে নাগরিক ঐক্যের সদস্য আতিকুর রহমান অভিযোগ করে জানান, চিকিৎসা চলাকালে হঠাৎ মান্নাকে কারাগারে পাঠানো হয়েছে। কী কারণে তাকে জোর করে কারাগারে ফিরিয়ে নেওয়া হলো সেটা আমাদের অজানা। এ সময় মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানান তিনি।

এই পাতার আরো খবর
up-arrow