Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৪ জুন, ২০১৬ ২৩:০৬
খোকার শরীরে অস্ত্রোপচার
প্রতিদিন ডেস্ক
খোকার শরীরে অস্ত্রোপচার

বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার বাম ঊরু থেকে টিউমার অপসারণ করা হয়েছে। সোমবার সকালে নিউইয়র্ক সিটির মেমরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক জে বোলান্ডের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। খবর এনআরবি নিউজের। হাসপাতাল থেকে খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না এ কথা জানান। তিনি আরও জানান, সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় বেলা ১টায়। অস্ত্রোপচারের সাড়ে ৬ ঘণ্টা পর তাকে কেবিনে নেওয়া হয়। তিনি জানান, কমপক্ষে সাত দিন তাকে হাসপাতালে থাকতে হবে। খোকার স্ত্রী ইসমত আরা এবং জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন হাসপাতালে রয়েছেন। উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি নেতা খোকা। চিকিৎসা চলাকালেই কয়েক মাস আগে তার বাম ঊরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণের উদ্যোগ নেন চিকিৎসকরা। এরপর গত ৯ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এদিকে হাসপাতালের বেড থেকে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র খোকা তার দ্রুত সুস্থতার জন্য দেশ ও প্রবাসের সবার দোয়া প্রার্থনা করেছেন।
এই পাতার আরো খবর
up-arrow