বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা
সাঁড়াশি অভিযান অব্যাহত

আনসারুল্লাহ হিযবুত নেতাসহ আরও ২১ ‘জঙ্গি’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আরও ২১ জঙ্গি গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৭ জন জেএমবি, একজন হিজবুত তাহরীর, দুজন আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) এবং একজন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য রয়েছে। গতকাল পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে এক হুজি, টাঙ্গাইলে এক জেএমবি, ময়মনসিংহে এক জেএমবি, শেরপুরে এক জেএমবি, রাজশাহীতে এক জেএমবি, চাঁপাইনবাবগঞ্জে এক জেএমবি, নওগাঁয় দুই জেএমবি, বগুড়ায় তিন জেএমবি, সাতক্ষীরায় এক জেএমবি, রংপুরে এক জেএমবি, দিনাজপুরে এক জেএমবি, গাইবান্ধায় এক জেএমবি, পঞ্চগড়ে এক জেএমবি, নীলফামারীতে এক জেএমবি, ঠাকুরগাঁওয়ে এক জেএমবি, বরগুনায় দুই এবিটি এবং ঢাকায় এক হিজবুত তাহরীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫টি পেট্রলবোমা এবং ১০টি উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত সপ্তাহব্যাপী (৬-১৩ জুন) বিশেষ অভিযান এরই মধ্যে শেষ হয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে সাঁড়াশি অভিযানে ১৭৬ জঙ্গিসহ ১১ হাজার ৬৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ খবর