বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

বিশ্বনেতারা আমার কাজের মূল্যায়ন করেছেন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এদেশের মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছি। বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরা ও বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। বিশ্বনেতারা এই কাজের মূল্যায়নটাই করছেন। দেশের মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে বলেই আমি এই কাজ করার সুযোগ পেয়েছি। আমি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে সম্মানিত হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্য সম্মানের কৃতিত্ব আমার নয়। বাংলাদেশের জনগণের সম্মান। আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ায়ও বিস্তৃতি লাভ করেছে। যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকিস্বরূপ। নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পরস্পর পরস্পরকে সহায়তা করছি। নূর-ই-হাসনা লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, জাপানে আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিক বিষয়ের বাইরে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স ও কঠোর অবস্থানের কথা বিশ্বনেতারা জানেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিশ্ব নেতারা ভূয়সী প্রশংসা করেছেন। আমি জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডে আমাদের সহায়তা দেওয়ার কথা বলেছি।

সর্বশেষ খবর