বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

শেষ ধাপেও হিলারির জয়

প্রতিদিন ডেস্ক

শেষ ধাপেও হিলারির জয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ প্রাইমারিতেও বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন। তিনি বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে মূলত প্রতীকী জয়লাভ করেছেন। এর মাধ্যমে প্রাইমারির দীর্ঘপথ পাড়ি দিয়ে চূড়ান্তভাবে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হলেন হিলারি। সূত্র : অনলাইন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি মঙ্গলবার অনুষ্ঠিত ওয়াশিংটন ডিসিতে জয় পেয়েছেন। প্রাথমিক ফলাফল অনুযায়ী ওই নির্বাচনে তিনি ৭৮.৭ শতাংশ ভোট পেয়েছেন। যদিও এর আগেই গত সপ্তাহে তিনি দলীয়  প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেন। ফলে তিনিই হচ্ছেন  ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে ওয়াশিংটন ডিসিতে জয় পাওয়ার পর নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে ৯০ মিনিট ধরে একান্তে বৈঠক করেন হিলারি। তারা দুজনই ওই বৈঠককে ‘ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন। এবার নভেম্বরের নির্বাচনে হিলারিকে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করতে হবে। হিলারি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নারী প্রার্থী। আগামী মাসে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের যে  কনভেনশন হতে চলেছে সেখানেই হিলারিকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর