Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ জুন, ২০১৬ ২৩:২২
দিনদুপুরে ঝটিকা লিফলেট বিতরণ রাজশাহীতে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
bd-pratidin

রাজশাহীতে প্রকাশ্যে লিফলেট বিতরণ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর। গতকাল দুপুরে জুমার নামাজের পর নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদের সামনে সংগঠনের ১০-১২ জন সদস্য মুসল্লিদের মাঝে সরকারবিরোধী লিফলেট বিতরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় ১০-১২ জন যুবক প্রধান ফটকে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই লিফলেট বিলি করে তারা দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যান। এ সময় লিফলেট পড়ে মুসল্লিরা বিষয়টি টের পান। এর আগের শুক্রবার নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদেও একই কৌশলে তারা তাদের লিফলেট বিলি করেন। পরে এ নিয়ে প্রশাসনের লোকজনের মধ্যে তোলপাড় শুরম্ন হয়। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ‘গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের অগোচরে তারা কৌশলে লিফলেট বিলি করে পালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে নজরদারি বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এই পাতার আরো খবর
up-arrow