শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদে মহাসড়কে ৬ দিন ভারী যান বন্ধ থাকবে

কুমিল্লা প্রতিনিধি

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে ও পরের ৩ দিন করে মোট ৬ দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য ও গার্মেন্টস সামগ্রীবাহী যানবাহনের জন্য শিথিলতা থাকবে।

তিনি গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারলেন প্রকল্পের কোটবাড়ি ফুটওভার ব্রিজসহ ৭টি ফুটওভার ব্রিজ উদ্বোধন করার সময় এ কথা জানান। মন্ত্রী জাসদের সঙ্গে ঐক্য প্রসঙ্গে বলেন, আমরা জাসদের অতীত জেনেই তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য করেছি। বাস্তবতার নিরিখে এবং সময়ের প্রয়োজনে এ ঐক্য করেছি। উগ্র সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজনে আমরা জোট করেছি। অতীত নিয়ে ঘাটাঘাটি করতে গেলে-কেঁচো খুড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে। সবসময় সবকিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করলে বর্তমানের প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদ উৎসাহিত হবে। মন্ত্রীর সঙ্গে এ সময় ছিলেন ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেন ও সওজর কর্মকর্তারা। সড়ক ও সেতুমন্ত্রী এর আগে দাউদকান্দি, শহীদনগর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ক্যান্টনমেন্ট এলাকায় ৬টি ফুটওভারব্রিজের উদ্বোধন করেন।

সর্বশেষ খবর